যুক্তরাষ্ট্রে সরকার কর্তৃক হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা এবং গুগলের অনেক সেবা হুয়াওয়েতে বন্ধের ঘোষণা দেওয়ার পর সপ্তাহ না পার হতেই যুক্তরাজ্যে স্মার্টফোন কেনাবেচার একটি সাইটে হুয়াওয়ে ফোনের দাম কম চাওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পত্রিকস ফোর্বস ম্যাগাজিন।
চীনা স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ের এই ফ্ল্যাগশিপ ফোনের দাম প্রায় ৯০ শতাংশ পড়তির দিকে।
বছরের শুরুতে দারুণ নকশার জন্য ভালো রিভিউ পাওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী ব্যাটারি আর লেইকা কোয়াড ক্যামেরার শক্তির বিশেষত্বের জন্য হুয়াওয়ের পি৩০ নজরে এসেছিল সবার। সেই সময় ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের একটি প্রতিবেদনে বলা হয়, “বছরের পর বছরে ধরে ৫০ শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখেছে হুয়াওয়ে… বিশ্ব বাজারে শীর্ষে থাকা স্যামসাং থেকে হুয়াওয়ের দূরত্ব এখন একেবারেই সামান্য।”
কিন্তু আজ দুরত্ব অনেকটাই বড় হয়ে গেছে।
তবে এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে গুগলের নেওয়া সিদ্ধান্তের ফলে পশ্চিমে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হচ্ছে হুয়াওকে।