ইলেকটোরাল কলেজ (মার্কিন যুক্তরাষ্ট্র) - GOPALCPAUL

Latest

You Can See Some Information From Here

শুভ নববর্ষ ১৪৩১, সাইটে ব্রাউজ করার জন্য আপনাকে অভিনন্দন

13 March 2020

ইলেকটোরাল কলেজ (মার্কিন যুক্তরাষ্ট্র)

ইলেকটোরাল কলেজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রেরপরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতিনির্বাচন করা হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ২ নং অনুচ্ছেদ দ্বারা প্রতিষ্ঠিত।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরাসরি ভোটে নির্বাচিত হোন ইলেকটোররা। যে রাজ্যে যা প্রার্থী জয়ী হোন জনসংখ্যার অনুপাতে নির্ধারিত রাজ্যের সব ইলেকটোরাল ভোটই সেই প্রার্থী পান। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ১২ তম সংশোধনের মাধ্যমে প্রত্যেক ইলেকটোরাল রাষ্ট্রপতির জন্য একটি ও উপরাষ্ট্রপতির জন্য আরেকটি ভোট প্রদান করার ক্ষমতা লাভ করেন।

পটভূমিসম্পাদনা

অ্যালেকজান্ডার হ্যামিল্টন ইলেকটোরাল কলেজ পদ্ধতি চালু করেন।

তথ্যসূত্রসম্পাদনা

↑ Bromwichnov, Jonah Engel (নভেম্বর ৮, ২০১৬)। "How Does the Electoral College Work?"। The New York Times।↑ Black, Eric (অক্টোবর ১৭, ২০১২)। "Why the Constitution's Framers didn't want us to directly elect the president"। MinnPost।↑ Kuroda, Tadahisa (১৯৯৪)। The Origins of the Twelfth Amendment: The Electoral College in the Early Republic, 1787-1804। Greenwood। পৃষ্ঠা 168। আইএসবিএন 978-0-313-29151-7। ওসিএলসি 29518703।



যুক্তরাষ্ট্রের ব্যতিক্রমধর্মী নির্বাচনী ব্যবস্থায় প্রেসিডেন্ট নির্বাচিত হন ইলেক্টোরাল কলেজের ভোটে। এই নিয়মে একজন প্রার্থী জনগণের ভোটে হেরে গিয়েও প্রেসিডেন্ট পদে জয়ী হতে পারেন। ২০০০ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ৫ লাখের বেশি পপুলার ভোটে হেরে গিয়েও ইলেক্টোরাল কলেজের সমর্থনে প্রেসিডেন্ট হয়েছিলেন। যুক্তরাষ্ট্রে মোট ইলেক্টোরাল কলেজের সংখ্যা ৫৩৮টি। এর মধ্যে প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০ ইলেক্টরের সমর্থন।


ইলেক্টোরাল কলেজের সংখ্যা কীভাবে নির্ধারিত হয়?


নিয়ম অনুযায়ী, মার্কিন পার্লামেন্ট কংগ্রেসে থাকা প্রতিনিধির অনুপাতে নির্ধারিত হয় ওই ইলেক্টরের সংখ্যা। প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভে রাজ্যের প্রেরিত প্রত্যেক প্রতিনিধির বিপরীতে একজন করে ইলেক্টর মনোনীত হন। অর্থাৎ হাউস অব রিপ্রেজেন্টেটিভের ৪৩৫ সদস্যের অনুপাতে ৪৩৫ জন ইলেক্টর। আবার প্রত্যেক সিনেট সদস্যের বিপরীতেও একজন করে ইলেক্টর মনোনীত হয়ে থাকেন। সিনেটে প্রত্যেক রাজ্যে দুটি সিনেট সদস্য পদ সংরক্ষিত থাকে। সেই হিসেবে ৫০ রাজ্যে ১০০ সিনেট সদস্যের অনুপাতে ইলেক্টর ১০০। এছাড়া মার্কিন সংবিধানের ২৩তম সংশোধনী ধারায় বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য ছাড়াও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার জন্য অতিরিক্ত ৩ জন ইলেক্টর নিয়োগ করা যাবে। এ পদ্ধতির স্বার্থেই নির্বাচনের সময় ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াকেও আলাদা রাজ্য হিসেবে বিবেচনা করা হয়। সব মিলিয়ে ইলেক্টোরাল কলেজের সদস্য দাঁড়ায় ৫৩৮ (৪৩৫+১০০+৩) জন। তবে ইলেক্টোরাল কলেজ কখনোই হাউস অব রিপ্রেজেন্টেটিভ সদস্য বা সিনেট সদস্য নয়।

প্রতিটি রাজ্যে ইলেক্টোরাল কলেজের সংখ্যা নির্ধারিত হয় জনসংখ্যার অনুপাত দ্বারা। যেমন, জনবহুল ক্যালিফোর্নিয়ার রয়েছে ৫৫ জন ইলেক্টর, আবার জনবিরল মন্টানার রয়েছে মাত্র ৩ জন ইলেক্টর। কোনো রাজ্যে জনসংখ্যা একেবারে কম হলেও দু’জন সিনেট ও একজন হাউস অব রিপ্রেজেন্টেটিভ সদস্যের অনুপাতে কমপক্ষে ৩ জন ইলেক্টর থাকেন।

ইলেক্টরদের কারা মনোনয়ন দেন?

প্রত্যেক প্রার্থী নিজেদের বা তার দলের পছন্দ অনুযায়ী ইলেক্টর মনোনয়ন দিতে পারবেন। তবে রাজনৈতিক দলগুলোই মূলত এই ইলেক্টরে মনোনয়ন দিয়ে থাকলেও একজন ব্যক্তির ইলেক্টর হিসেবে মনোনয়ন লাভের ক্ষেত্রে কিছু ন্যূনতম যোগ্যতা সম্পর্কে প্রত্যেক রাজ্যেরই নিজস্ব কিছু পালনীয় কর্তব্য রয়েছে।

জনগণ কাকে ভোট দেন?

মার্কিন ভোটাররা ভোট দিয়ে মূলত ইলেক্টর নির্বাচন করেন। তাই এবারের নির্বাচনে জনগণ হিলারি ক্লিনটন কিংবা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন না, বরং তাদের পক্ষে মনোনীত ইলেক্টরদের ভোট দেবেন। যে রাজ্যে যে দল বেশি ভোট পাবে সে রাজ্যের সব ইলেক্টোরাল ভোট সেই দলের বলে গণ্য হবে। বেশিরভাগ রাজ্যেই প্রার্থীরা সাধারণ ভোটারদের যত বেশি ভোটই পান না কেন তাতে কোনো লাভ হয় না। ধরা যাক, ক্যালিফোর্নিয়ায় ৯৯ শতাংশ ভোটার হিলারি ক্লিনটনকে ভোট দিয়েছেন, তিনি ওই রাজ্যের পুরো ৫৫টি ইলেক্টোরাল কলেজ ভোট পাবেন। যদি তিনি ওই রাজ্যের ৫১ শতাংশ ভোটও পান, তবুও তিনি ৫৫টি ইলেক্টোরাল কলেজ ভোট পাবেন। দুটি রাজ্য ছাড়া কোনো প্রার্থী এক শতাংশ ভোটে জিতলেই ওই রাজ্যের সব ইলেক্টোরাল ভোট তিনি পাবেন। এ কারণে কোনো দল যদি জানেন কোন কোন রাজ্যে তারা জিতবেন; তাহলে সেই রাজ্যে তারা প্রচারণা চালাবেন না। উদাহরণস্বরূপ- ডোনাল্ড ট্রাম্প সম্ভবত আলাস্কা, আইদাহ এবং আরও ৭টি রাজ্যে জিতবেন যেখানে ১৯৬৮ সাল থেকে রিপাবলিকান প্রার্থীরা জিতে আসছেন। অন্যদিকে হিলারি ক্লিনটন মিনেসোটা, নিউইয়র্ক এবং আরও ৬টি রাজ্যে জিতবেন। ১৯৮৮ সাল থেকে এসব রাজ্যে ডেমোক্রেট প্রার্থীরা জিতে আসছেন। প্রার্থীর লক্ষ্য থাকে দোদুল্যমান রাজ্যের ভোটারদের আকর্ষণ করা। এবারের নির্বাচনে এমন রাজ্যের সংখ্যা ১১টি।

ইলেক্টোরাল কলেজের কাজ কী?

৮ নভেম্বর নির্বাচনের পর এক মাসের অধিক সময় পর ১৯ ডিসেম্বর ইলেক্টোরাল কলেজ ভোট দিয়ে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। জনগণের ভোটের ভিত্তিতে কোনো দল যেসব রাজ্যে জিতে যাবেন, সেসব রাজ্যের ইলেক্টরদের সংখ্যা যদি কমপক্ষে ২৭০ হয়, তবে সেই দল থেকেই প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এমনও হতে পারে, কোনো ইলেক্টর এক দলের পক্ষে মনোনীত হয়ে থাকলেও প্রতিশ্রুতি অনুযায়ী তিনি প্রেসিডেন্ট নির্বাচনের সময় সেই দলের প্রার্থীকে ভোট দিচ্ছেন না। এদের বলা হয় ‘ফেইথলেস ইলেক্টর’। ইতিহাসে এ পর্যন্ত এমন ১৫৭ জন ফেইথলেস ইলেক্টর চিহ্নিত করা হয়েছে, তবে তাদের ভূমিকায় নির্বাচনের ফল পরিবর্তন হয়নি। ইলেক্টোরাল কলেজ মূলত দলের বিশ্বস্ত কর্মী বা সদস্যরাই হয়ে থাকেন, তাই নিজ দলের প্রার্থীকে বাদ দিয়ে অন্য দলের প্রার্থীকে ভোট দেবেন, এটা আশা করা হয় না। ভোট শেষ হওয়ার পর প্রত্যেক রাজ্যের গভর্নর ‘সার্টিফিকেট অব অ্যাসারটেইনমেন্ট’ বা নির্বাচক নির্ধারণের সনদ প্রস্তুত করেন। এতে প্রার্থীর নাম এবং তাদের প্রতিনিধি ইলেক্টরদের নাম এমনকি রাজ্যের প্রার্থীদের ভোটের তালিকাও থাকে। এই সনদ কংগ্রেস এবং যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল আর্কাইভসে’ প্রেরণ করা হয়। এরপর নির্বাচনের ভোট গ্রহণ শেষে ডিসেম্বরে ইলেক্টররা নিজের পছন্দের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীকে আলাদা আলাদা ব্যালটে ভোট দেন। এই ভোট গণনার জন্য কংগ্রেসে এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভ বা জাতীয় মহাফেজখানায় পাঠানো হয়। ৬ জানুয়ারি কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে এই ইলেক্টোরাল ভোট গণনা শেষে ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এরপর সিনেটের সভাপতি চূড়ান্তভাবে নির্বাচনে বিজয়ী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্টের নাম ঘোষণা করেন। জানুয়ারির ২০ তারিখে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।(jugantornewspaper)



What is the Electoral College?

The Electoral College is a process, not a place. The Founding Fathers established it in the Constitution, in part, as a compromise between the election of the President by a vote in Congress and election of the President by a popular vote of qualified citizens.

What is the process?

The Electoral College process consists of the selection of the electors, the meeting of the electors where they vote for President and Vice President, and the counting of the electoral votes by Congress.

How many electors are there? How are they distributed among the States?

The Electoral College consists of 538 electors. A majority of 270 electoral votes is required to elect the President. Your State has the same number of electors as it does Members in its Congressional delegation: one for each Member in the House of Representatives plus two Senators. Read more about the allocation of electoral votes.
The District of Columbia is allocated 3 electors and treated like a State for purposes of the Electoral College under the 23rd Amendment of the Constitution. For this reason, in the following discussion, the word “State” also refers to the District of Columbia and “Governor” to the Mayor of the District of Columbia.

How are my electors chosen? What are their qualifications? How do they decide who to vote for?

Each candidate running for President in your State has his or her own group of electors (known as a slate). The slates are generally chosen by the candidate’s political party in your State, but State laws vary on how the electors are selected and what their responsibilities are. Read more about the qualifications of the electors and restrictions on who the electors may vote for.

What happens in the general election? Why should I vote?

The general election is held every four years on the Tuesday after the first Monday in November. When you vote for a Presidential candidate you are actually voting for your candidate's preferred electors. Learn more about voting for the electors.
Most States have a “winner-take-all” system that awards all electors to the Presidential candidate
who wins the State's popular vote. However, Maine and Nebraska each have a variation of “proportional representation.” Read more about the allocation of electors among the States.

What happens after the general election?

After the general election, your Governor prepares a Certificate of Ascertainment listing the names of all the individuals on the slates for each candidate. The Certificate of Ascertainment also lists the number of votes each individual received and shows which individuals were appointed as your State's electors. Your State’s Certificate of Ascertainment is sent to NARA as part of the official records of the Presidential election.
The meeting of the electors takes place on the first Monday after the second Wednesday in December after the general election. The electors meet in their respective States, where they cast their votes for President and Vice President on separate ballots. Your State’s electors’ votes are recorded on a Certificate of Vote, which is prepared at the meeting by the electors. Your State’s Certificate of Vote is sent to Congress, where the votes are counted, and  NARA, as part of the official records of the Presidential election.
Each State’s electoral votes are counted in a joint session of Congress on the 6th of January in the year following the meeting of the electors. Members of the House and Senate meet in the House Chamber to conduct the official count of electoral votes. The Vice President, as President of the Senate, presides over the count and announces the results of the vote. The President of the Senate then declares which persons, if any, have been elected President and Vice President of the United States.
The President-elect takes the oath of office and is sworn in as President of the United States on January 20th in the year following the general election
(archives.gov)