ছুটি-২, সুকুমার রায় - GOPALCPAUL

Latest

You Can See Some Information From Here

শুভ নববর্ষ ১৪৩১, সাইটে ব্রাউজ করার জন্য আপনাকে অভিনন্দন

08 May 2020

ছুটি-২, সুকুমার রায়

ছুটি! ছুটি! ছুটি! 
 মনের খুশি রয়না মনে হেসেই লুটোপুটি। 
 ঘুচল এবার পড়ার তাড়া অঙ্ক কাটাকুটি 
 দেখ্‌ব না আর পন্ডিতের ঐ রক্ত আঁখি দুটি। 
 আর যাব না স্কুলের পানে নিত্য গুটি গুটি 
 এখন থেকে কেবল খেলা কেবল ছুটোছুটি। 
 পাড়ার লোকের ঘুম ছুটিয়ে আয়রে সবাই জুটি 
 গ্রীষ্মকালের দুপুর রোদে গাছের ডালে উঠি 
 আয়রে সবাই হল্লা ক’রে হরেক মজা লুটি 
 একদিন নয় দুই দিন নয় দুই দুই মাস ছুটি। 
 ==========