CrPC এর ১৬১ ধারার সাক্ষীর বিবৃতি লিখিত হতে হবে। সবসময় যে বিবৃতি সাক্ষীর সামনা সামনি বসে লিপিবদ্ধ করতে হবে, তা নয়। প্রযুক্তির বিকাশের এ যুগে প্রযুক্তিকে অস্বীকার বা বাতিল করা যায় না। ১৬১ ধারায় বিবৃতি টেলিফোনেও লিপিবদ্ধ করা যায়।
[১৯ বিএলসি (এডি) ০৮], ইয়াসিন রহমান বনাম রাষ্ট্র।"